জেনে নিন চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
সপ্তাহের শুরুতেও দুর্যোগের ঘনঘটা। ভোর থেকে আকাশের মুখভার। কালো মেঘে ঢাকা আকাশ। কখনও ঝেঁপে বৃষ্টি, কখনও বা একটানা ঝিরিঝিরি বৃষ্টি। তাপমাত্রা আজও ৩০ ডিগ্রির নীচে। চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আজও বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকের পর থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টির দাপট কমলেও, তা থামবে না। চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে বাংলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থামার লক্ষণ নেই। সোমবারেও উপরের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। তবে বর্তমানে তুলনামূলক কম বৃষ্টি হবে।