বর্তমানে যেসব দেশে জন্মহার খুবই কম
চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক গবেষণায় বলা হয়েছে, যদি কোনো দেশে জন্মহার ২.১ এর নিচে নেমে যায় তাহলে সে দেশের জনসংখ্যা কমতে শুরু করবে। এই তথ্য অনুযায়ী বর্তমানে এমন অনেক দেশ রয়েছে যেসব দেশে জনসংখ্যার হার অনেক কম।
বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে বলছে করোনা মহামারির কথা। করোনা মহামারিতে অনেকেই বিবাহ এবং সন্তান জন্মদানে বিরতি নেওয়ার কারণেই এসব দেশে জন্মহার কমেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্রুকিংস ইনস্টিটিউটের মতে করোনা মহামারিতে অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কারণে আমেরিকায় প্রায় তিন লাখ শিশুর জন্মই হয়নি।
জন্মহার কমে যাওয়ার অন্যতম একটি কারণ হলো শিশু মৃত্যু হার কমে যাওয়া। উন্নত চিকিৎসা প্রযুক্তি কারণেও বিশ্বের বিভিন্ন দেশে সন্তান জন্মদানের হার কমছে। এ ছাড়া অর্থনৈতিক অস্থিরতা, অভিবাসনে কড়াকড়ি, শিক্ষার হার বৃদ্ধি, পরিবার ছোট রাখার প্রবণতা ইত্যাদি কারণেও বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে।
এসব দেশ ছাড়াও চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার নারীরা কম সন্তান জন্ম দেওয়ায় তাদের দেশেও জন্মহার অত্যন্ত কম।
অক্সফোর্ড ইনস্টিটিউট অব পপুলেশন এইজিংয়ের পরিচালক ড. জর্জ লেসন মনে করেন এটি খুব খারাপ কোনো বিষয় হবে না। কেননা ছোট এই পৃথিবীতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হুমকিস্বরূপ। এই অবস্থায় পরিকল্পিতভাবে জনসংখ্যার এই ইতিবাচক পরিবর্তনের সঙ্গে সমাজ খাপ খাইয়ে নিতে পারবে সহজেই।