+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ইমার্জেন্সি ডেটা লোন নিয়ে হাজির হয়েছে Jio

নিজস্ব সংবাদদাতা - July 8, 2021 10:54 am - তথ্যপ্রযুক্তি

ইমার্জেন্সি ডেটা লোন নিয়ে হাজির হয়েছে Jio

চিত্র সৌজন্যে: TwistArticle

মোবাইল বর্তমানে সকলেরই সঙ্গী। ঘুম থেকে ওঠা থেকে বিছানায় যাওয়া পর্যন্ত কাজের ফাঁকে কম বেশি সকলেই নজর রাখেন ফোনে। করোনা পরিস্থিতিতে যখন প্রায় সকলেই ঘরবন্দি, তখনই এই ফোন আর ইন্টারনেটই তো যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু অনেক সময়ই ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় ইন্টারনেটের প্যাক। সঙ্গে সঙ্গে রিচার্জ করা সবার পক্ষে সম্ভবও হয় না। ফলে তাঁকে সমস্যায় পড়তে হয়। এই কথা মাথায় রেখে ইমার্জেন্সি ডেটা লোন নিয়ে হাজির হয়েছে Jio। মোট ৫টি লোনের প্ল্যান পাবেন গ্রাহকরা। ১ জিবির জন্য তাঁদের খরচ করতে হবে ১১ টাকা।

কীভাবে পাবেন ডেটা লোন?

১. প্রথম মাই জিও (My Jio) অ্যাপে যাবেন।
২. মেনুতে পেয়ে যাবেন Emergency Data Loan অপশন।
৩. Procced করতে হবে।
৪.বেছে নিন পছন্দের ডেটা প্ল্যানটি।
৫. ক্লিক করুন Active now।

সম্প্রতি প্রি-পেড গ্রাহকদের জন্য আকষর্নীয় প্ল্যান এনেছে অম্বানির সংস্থা। নতুন প্ল্যানটি ৩৪৯৯ টাকার। যার মেয়াদ ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর। এই প্ল্যানে রিচার্জ করালে সুবিধা মিলবে একগুচ্ছ। প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট ডেটা পাবেন। অর্থাৎ মোট ১,০৯৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। একদিনে ৩জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে হবে ৬৪Kbps। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস করার সুবিধা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube