+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

জেপি নাড্ডার কনভয়ে হামলা, নিরাপত্তায় গাফিলতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নিজস্ব সংবাদদাতা - December 10, 2020 6:05 pm - কলকাতা

জেপি নাড্ডার কনভয়ে হামলা, নিরাপত্তায় গাফিলতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি। এদিন এমনটাই অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরেই ঘটে যায় কনভয়ে হামলার ঘটনা। যা নিয়ে কেন্দ্রের তরফে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

1
ডায়মন্ডহারবারের পথে নাড্ডার কনভয়ে হামলা
এদিন সকালে ডায়মন্ডহারবারে বিজেপির সভা উপলক্ষে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিল অর্ধশতাধিক গাড়ির কনভয়। কিন্তু মধ্যে আমতলা পেরনোর পরেই রাস্তার দু ধার থেকে লাঠি, ইট, পাথর, কাঁচের বোতল উড়ে আসতে থাকে। জেপি নাড্ডার গাড়ি বুলেট প্রুফ হওয়ায়, তাঁর গাড়ি রক্ষা পেলেন, বাকি প্রায় সব গাড়িতেই ভাঙচুর চলে। কারও মাথায়, কারও হাত আবার কারও পায়ে চোট লাগে। গাড়ির মধ্যে গিয়ে পড়ে বড় বড় পাথরের টুকরো।

প্রসঙ্গ উল্লেখ্য এদিন সকাল থেকেই ওই এলাকায় কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে এলাকায় মিছিল করেন তৃণমূল বিধায়ক তথা জেলার যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা। সেই মিছিল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের উস্কানো হয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। এদিনের যাত্রা পথে পর্যাপ্ত নিরাপত্তা চোখে পড়েনি বলেও অভিযোগ করা হয়েছে বিজেপি তরফে।

তৃণমূলের তরফে সৌগত রায় বলেছেন, জেপি নাড্ডা কি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি। তবে কনভয়ে ঢিল না ছুঁড়লেই ভাল হত বলে মন্তব্য করেছেন তিনি।

2
নাড্ডা অমিত শাহের কথা
সূত্রের খবর অনুযায়ী, এদিন কনভয়ে হামলা নিয়ে কথা হয়েছে জেপি নাড্ডার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

3
হেস্টিংসে জেপি নাড্ডাকে কালো পতাকা
বুধবার দুদিনের সফরে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান হেস্টিংস-এ বিজেপির পার্টি অফিসে। হেস্টিংসে গাড়ি থেকে নামতেই জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। বিজেপির অভিযোগ যারা বিক্ষোভ দেখাতে এসেছিল, তাদের হাতে ছিল চেলা কাঠ, লাঠি। এরা ফিরহাদ হাকিমের লোক বলেও অভিযোগ করেছিল বিজেপি।

4
পুলিশ ছিল না অভিযোগ দিলীপ ঘোষ
বুধবার ঘটনা প্রসঙ্গে অমিত শাহকে লেখা চিঠিতে অভিযোগ জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, পুলিশের নিরাপত্তায় ঢিলেমি ছিল। বলতে গেলে পুলিশ ছিল না বলে অভিযোগ করেছিলেন তিনি। তাঁর আরও অভিযাগ বিক্ষোভকারীদের সরাতে কিংবা আটকাতে কলকাতা পুলিশ চেষ্টাই করেনি।

5

রাজ্যের কাছে রিপোর্ট তলব
সকালেই কেন্দ্রকে পরিস্থিতি নিয়ে অবগত করেছিলেন দিলীপ ঘোষ। এরপরে ডায়মন্ডহারবারের পথে কনভয়ে হামলার ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
সকালেই কেন্দ্রকে পরিস্থিতি নিয়ে অবগত করেছিলেন দিলীপ ঘোষ। এরপরে ডায়মন্ডহারবারের পথে কনভয়ে হামলার ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube