হিমাচল প্রদেশের মান্ডির সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত হেনস্থার শিকার
হিমাচল প্রদেশের মান্ডির সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত হেনস্থার শিকার হয়েছেন চন্ডীগড় বিমানবন্দরে। এক সিআইএসএফ জওয়ানের কাছে নাকি সর্বসমক্ষে চড় খেয়েছেন এই সাংসদ অভিনেত্রী।
লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বিজেপি অনেকটা পিছিয়ে থাকলেও নিজের কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কঙ্গনা রানাওয়াত, তবে সাংসদ কঙ্গনাকে রেওয়াত করলেন না কুলবিন্দর কউর নামের ওই সিআইএসএফ জওয়ান। শোনা যাচ্ছে, আন্দোলনরত কৃষকদের নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কঙ্গনা ও সেই কর্মরত জওয়ান। মূলত, বিমানবন্দরের নিরাপত্তার নিয়মকে কেন্দ্র ঝামেলা হয় তাঁদের মধ্যে। অভিযোগ, ঝামেলা এমন পর্যায়ে পৌঁছায় সেখানেই সকলের সামনে কঙ্গনাকে চড় মারেন তিনি। সেই মুহূর্তে কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তিও নাকি পাল্টা চড় মারেন ওই নিরাপত্তারক্ষীকে।
সূত্রের খবর, এরপর দিল্লিতে পৌঁছেই সিআইএসএফ এর ডিরেক্টরের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানিয়েছেন কঙ্গনা। হেনস্থার অভিযোগও করেছেন। শোনা যাচ্ছে, বিমানবন্দরের ওই কর্মরত মহিলা নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নাকি এফআইআরও দায়ের করা হয়েছে। সমাজমাধ্যমে একজন সাংসদের উপর এইভাবে হাত তোলা নিয়ে সরব হয়েছেন অনেকেই। তবে নেটনাগরিকের বড় একটি অংশ আবার সেই নিরাপত্তারক্ষীর সাহসের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, এরপর একটি ভিডিয়োবার্তা দিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী জানান, ঠিক আছেন তিনি। তাঁর অভিযোগ, ওই মহিলা নিরাপত্তারক্ষী আদতে কৃষক আন্দোলনের সমর্থক। আরও জানান, পঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ বেড়ে চলছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি।