শুভেন্দুর হাত ধরে কারা যোগ দিলেন বিজেপিতে, ঘুম কাড়ল তৃণমূলের
শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক বিধায়ক ও নেতা-নেত্রী। শুধু তৃণমূল নয়, কংগ্রেস-সিপিএম ভেঙেও শুভেন্দুর হাত শক্ত করতে এলেন নেতা-নেত্রী-বিধায়করা। তাঁরা অমিত শাহের মঞ্চে এসে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএম, সিপিআইয়ের একগুচ্ছ বিধায়কের সঙ্গে রয়েছেন সংখ্যালঘু ৬ নেতাও।
হাত ধরে ন-জন বিধায়ক এলেন বিজেপিতে
মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু ছাড়াও তৃণমূলের ছ-জন বিধায়ক। আরও তিন সিটিং এমএলএ যোগ দিলেন বিজেপিতে। মোট ন’জন বিধায়ক যোগ দেন শুভেন্দুর সঙ্গে। তৃণমূলের ৬ জন বিধায়ক ছাড়াও একজন করে কংগ্রেস, সিপিএম এবং সিপিআইয়ের বিধায়ক।
কোন কোন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যে ৬ জন বিধায়ক, তাঁরা হলেন- বনশ্রী মাইতি, বিশ্বজিৎ কুণ্ডু, শীলভদ্র দত্ত, সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস, সুকরা মুন্ডা। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । এছাড়া সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, সিপিআই বিধায়ক অশোক দিন্দা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও যোগ দেন বিজেপিতে
তৃণমূলের সাংসদ-প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ
শুধু বিধায়করাই নন, বিজেপিতে যোগ দিয়েছেন বর্তমান সাংসদ এবং প্রাক্তন সাংসদও। শুভেন্দুর সহযোগী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ দশরথ তিরকেও। এছাড়াও বিজেপিতে যোগদানের লম্বা তালিকা রয়েছে। সেখানে রয়েছেন অনেক নেতা-নেত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
শুভেন্দুর সঙ্গে আরও যাঁরা যোগ দিলেন বিজেপিতে
সেই লম্বা তালিকায় রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী, দেবাশিস মজুমদার, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, গৌতম রায়, অসিত দত্ত, প্রণব বসু, অমূল্য মাইতি, সত্যেন রায়, আকাশদীপ সিনহা, বাপ্পা মজুমদার, কার্তিক পাল, গোপাল মিশ্র, দেবাশিস জানা, এমএ মাইতি, রামপ্রসাদ গিরি, তপন দত্ত, দুলাল মণ্ডল প্রমুখ।