করোনাজয়ীর চেয়ে করোনা সংক্রমণ বেশি বাংলায়, ২৪ ঘণ্টায় আরও বাড়ল সক্রিয়ের সংখ্যা
বাংলায় উদ্বেগ বাড়িয়ে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হচ্ছে। তিন হাজারে নেমে গিয়েছিল করোনা সক্রিয়। গত দুদিন ধরে ফের বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা। শনিবারও দৈনিক সংক্রমণ করোনাজয়ীর সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতেরর পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা একজন।
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৭ হাজার ৭৮৮ জন। এদিন ২৭৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৬৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৮৮। এদিন মৃত্যু হয়েছে ১ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৮ হাজার ৬৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ১৩৯ জন। এদিন ৬ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৬৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৪ হাজার ৬৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৮ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৮ লক্ষ ৫ হাজার ৭৯৬ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৭৮৪২। এদিন টেস্টিং হয়েছে ১৭৮৩৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৫৬ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩০৪০২। এদিন ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৩৮৯৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৮ জন বেড়ে হয়েছে ৩৭৩৫৬। হাওড়ায় আক্রান্ত ৩৬০৭৭। এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ২৯৭৪৬ জন।