কেমন থাকবে আজকের আবহাওয়া?
আর্দ্রতাজনিত প্রবল অস্বস্তি। মার্চের শেষ সপ্তাহে রীতিমতো হাঁসফাঁস দশা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম। আজই শহরজুড়ে একাধিক রাজনৈতিক দলের মেগা ইভেন্ট রয়েছে। কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাতেও কোনও স্বস্তি মিলবে না।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আজ শুষ্ক আবহাওয়া।
আজ রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধরনা, অন্যদিকে শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বিকেল তিনটে নাগাদ মৌলালি থেকে রয়েছে বাম-কংগ্রেসের মিছিল। দুপুরে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিজেপির-র অবস্থান বিক্ষোভ। দুপুর ২টো নাগাদ ধরনায় বসবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।