+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কেমন হবে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র, সঙ্গে সূচি জানাল সংসদ

নিজস্ব সংবাদদাতা - February 14, 2021 10:38 am - রাজ্য

কেমন হবে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র, সঙ্গে সূচি জানাল সংসদ

করোনাভাইরাসের প্রকোপে কাটছাঁট করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম। সেইমতো বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের ধরণ কেমন হবে, তা নিয়ে প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রাথমিকভাবে শুক্রবার বাংলা, সংস্কৃত, কৃষিবিদ্যা (অ্যাগ্রোনমি), উর্দু, রসায়ন (কেমিস্ট্রি), অঙ্ক, পদার্থবিজ্ঞান (ফিজিক্স), স্ট্যাটিসটিক্স, দর্শন (ফিলোজফি), অ্যাকাউন্টেন্সি-সহ ১৯ বিষয়ে প্রশ্নপত্রের ধাঁচ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ ১৯ টি বিষয়ে প্রশ্নপত্র কেমন হবে, তা প্রকাশ করেছে সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র এবারের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষায় নয়া ধাঁচে প্রশ্নপত্র আসবে। অর্থাৎ শুধুমাত্র এবারই সেই ধাঁচে প্রশ্ন করা হবে। একইসঙ্গে একাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান (ফিজিক্স), হিন্দি এ, হিন্দি বি, আরবিক, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, ইংরেজি এ এবং অল্টারনেটিভ ইংলিশের প্রশ্নপত্রের ধরণ পরিবর্তন করা হচ্ছে না বলে সংসদের তরফে জানানো হয়েছে।

দেখে নিন উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সূচি :

এমনিতে চলতি বছর ১৫ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২ জুলাই পর্যন্ত। প্র্যাকটিকাল পরীক্ষা আগেই মিটে যাবে। আর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হবে ৩ জুলাই।

উচ্চ মাধ্যমিকের সূচি :

১) ১৫ জুন (মঙ্গলবার) : বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাতি এবং পাঞ্জাবি।

২) ১৭ জুন (বৃহস্পতিবার) : ইংরেজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ।

৩) ১৮ জুন (শুক্রবার) : হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস ভোকেশনাল সাবজেক্ট।

৪) ১৯ জুন (শনিবার) : বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান।

৫) ২১ জুন (সোমবার) : অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।

৬) ২২ জুন (মঙ্গলবার) : কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শারীরবিদ্যা (হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন), এবং ভিস্যুয়াল আর্ট।

৭) ২৪ জুন (বৃহস্পতিবার) : কমার্শিয়াল ল’ অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, দর্শন (ফিলোজফি) এবং সমাজতত্ত্ব (সোশিয়োলজি)।

৮) ২৬ জুন (শনিবার) : পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।

৯) ২৮ জুন (সোমবার) : রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন (জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন), সংস্কৃত, পার্সি, আরবি এবং ফরাসি।

১০) ২ জুলাই (শুক্রবার) : স্ট্যাটিস্টিকস, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube