করোনা টিকার দাম কমাতে বলল কেন্দ্র
ভ্যাকসিনের দাম নিয়ে জোর তরজা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কেন্দ্রের থেকে বেশি টাকা দিয়ে কেন রাজ্যগুলিকে টিকা কিনতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। এই আবহে অতিমারীর মাঝেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে এবার ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউটকে করোনা টিকার দাম কমাতে বলল কেন্দ্র। এমনই জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে।
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভ্যাকসিনের নয়া পর্যায়ের সূচনার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়ে দেয়, ১ মে থেকে ১৮ বছর ও তার বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। পাশাপাশি জানানো হয় যে, এবার থেকে খোলা বাজারেই মিলবে ভ্যাকসিন।