+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি ‘বিদ্রোহ’ বাংলার! রাজ্যের মুখ্য সচিবের চিঠি ঘিরে তুঙ্গে তরজা

নিজস্ব সংবাদদাতা - December 12, 2020 10:32 am - রাজ্য

কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি ‘বিদ্রোহ’ বাংলার! রাজ্যের মুখ্য সচিবের চিঠি ঘিরে তুঙ্গে তরজা

চিত্র সৌজন্যে: The Bengal Story

দিল্লি যাচ্ছেন না মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেয়ে এই বিষয়টি জানিয়ে দেন মুখ্য সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে রাজ্যের তরফে জানানো হয়েছে যে ডায়মন্ড বারবারের ঘটনায় তদন্ত করছে রাজ্য। রাজ্যের তরফে আরও দাবি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। এই ক্ষেত্রে জবাবদিহি করতে তাই দিল্লিতে যাচ্ছেন না দিল্লি।

চিঠিতে কী লেখা হয়েছে?
জানা গিয়েছে চিঠিতে মুখ্য সচিবের তরফে লেখা হয়, যেহেতু রাজ্য সরকার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে, তাই স্বশরীরে দিল্লি যাওয়ার বিষয়টি থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হোক। যদিও স্পষ্ট ভাবে এটা বলা হয়নি যে মুখ্য সচিব এবং ডিজিপি যাচ্ছেন না। তবে চিঠির ইঙ্গিত থেকে স্পষ্ট, যে রাজ্য তাদের আধিকারিকদের দিল্লিতে পাঠাতে চায় না।


কেন্দ্র-রাজ্য তরজা তুঙ্গে
এদিকে এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটে কেন্দ্র৷ রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ আগামী ১৪ ডিসেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়৷ এই ঘটনা নজিরবিহিন ছিল। তবে এভাবে কেন্দ্রের তলবকে খারিজ করা আরও অবাক করে দেওয়ার মতো। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে কেন্দ্র এভাবে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপিকে তলব করতে পারে না। এটা সংবিধান বহির্ভূত।


ডায়মন্ড হারবারে যাওয়ার পথে হামলার মুখে পড়েন অমিত শাহ
শুক্রবার সকালে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয়৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে৷ সেখানে তাঁর কনভয়ে হামলা চালানো হয়৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয়৷


পুলিশ প্রশাসনের সমালোচনায় সরব হন রাজ্যপাল
এই ঘটনার পর রাজ্যের পুলিশ প্রশাসনের সমালোচনায় সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে রিপোর্ট সহ সন্ধে ৬টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি। বৈঠকের পরই টুইটে তিনি লেখেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলাসহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি।

রাজ্যপালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান অমিত শাহ
এরপরই গোটা ঘটনায় রাজ্য়পালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল। তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube