কেশপুরে কেন্দ্রীয় বাহিনী সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ!
কেশপুরে কেন্দ্রীয় বাহিনী সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ! ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার এক নম্বর অঞ্চলের একটি বুথে। সকাল থেকেই এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির এজেন্টকে বসতে দেয়নি এমনই অভিযোগ করেন বিজেপির পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি।হিরণের গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। গাড়ির চাকার সামনে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে রাস্তায় বেরিয়ে যান। গাড়িতে বসে ছিলেন হিরণ।