কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ
থিম:- ” আঁধার থেকে আলোর সন্ধানে ”
বর্ণনা:-
প্রবাদে আছে , “দেখার ও শেখার শেষ নেই” তেমনই একটা ভাইরাস কিভাবে এক চলমান পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে “করোনা ভাইরাস” হলো তার সব থেকে বড় উদাহরণ ।
করোনার তাণ্ডবলীলায় সারা পৃথিবীতে আজ মৃত্যু মিছিল, তবে তৃতীয় বিশ্বের দেশ এই ভারতবর্ষে মৃত্যু মিছিলের সাথে দারিদ্রতার যন্ত্রণা এক ভয়াবহ রূপ নিয়েছে । সেই সঙ্গেই দেশ সহ রাজ্যের কাজের হাহাকার , ঠিক এইরকম সময়ে আরও একটা নতুন শব্দের উৎপত্তি হয় “লকডাউন”, যা সাধারণ মানুষের জীবনে দুর্ভিক্ষের অবস্থাকে দ্বিগুন করে দেয় । এই মহামারিতে যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে নানান কাজে যুক্ত ছিলেন তারা নানান ভাবে বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু পরিযায়ী শ্রমিকরা সেই চেষ্টায় সফল হতে পারেননি, কারণ সেই সময়ে পরিবহন ব্যাবস্থা বন্ধ ছিল । অবশেষে কোনো দল শ্রমিক পায়ে হেঁটে একশো মাইল, দুশো মাইল , তিনশো মাইল পথ অতিক্রম করে বাড়ি ফেরেন, আবার কোনো দল বাড়ি ফেরেন সাইকেল চালিয়ে অনেক বাধা এড়িয়ে। সারা রাস্তার কোথাও কোনো খাবারের ব্যাবস্থা নেই, কোথাও জলের ব্যাবস্থা নেই, কোথাও ঘুমানোর পরিস্থিতি নেই, কিন্তু সব আঁধার অতিক্রম করে আলোর খোঁজে জীবনের বাজি রেখে সেই পরিযায়ী শ্রমিকেরা অবশেষে বাড়ি ফেরেন । তবে ঘরে ফেরার পথে কিছু শ্রমিকেরা প্রাণ হারান অবসন্ন অবস্থায় রেললাইনের ওপর বিশ্রাম নিতে গিয়ে ।
যেই সব শ্রমিকেরা আজ নিজের ঘরে ফিরে এসেছেন, আজ তাঁরা
দেবী দুর্গার আরাধনা করে একটাই প্রার্থনা করে চলেছেন – ” মা গো তুমি এই করোনা মহামারিকে দূর করো, আর সেই মহামারিকেই মহিষাসুরের মতন বধ করে পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে দাও, মা ” ।
আর যাঁরা ঘরে ফেরার পথে প্রাণ হারিয়েছেন , আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।
।।কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ।।
সদস্যগণ..