জগদ্ধাত্রী পুজো খালিয়া নেতাজি স্পোর্টিং ক্লাব হাওড়া
বাঙালি জাতির সারাবছর ধরেই নানা উৎসব চলে। শুধু ভারতে নয় সারা বিশ্বে সেইসব উৎসব জনপ্রিয়।
দুর্গাপুজো কালীপুজোর মতোই অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো জগদ্ধাত্রী পূজা। বাংলার তথা পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দননগর জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত হলেও সারা বাংলা জুড়েই ধুমধাম করে এই উৎসব পালিত হয়।
পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতেও সেই সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে হাওড়ার খালিয়া নেতাজি স্পোর্টিং ক্লাব এ এই পুজো অনুষ্ঠিত হয়। বিগত কিছু বছর ধরে “খালিয়া নেতাজি স্পোর্টিং ক্লাব ” প্রাঙ্গনে মা জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী তিথি সহ সমস্ত আচার বিধি মেনেই এই পুজো অনুষ্ঠিত হচ্ছে ।
নীচে পুজোর ভিডিও দেওয়া হলো……