কিছু নম্বর হলেও বাড়ি থেকে পরীক্ষা নেওয়া দরকার।’ পরামর্শ শিক্ষক সমিতির
রাজ্যের শিক্ষামন্ত্রীকে পাঠানো প্রস্তাবে শিক্ষক সমিতির তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে সওয়াল করেন শিক্ষক সমিতির সদস্যরা। সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন,‘কিছু নম্বর হলেও বাড়ি থেকে পরীক্ষা নেওয়া দরকার।’ গত সোমবার নবান্ন থেকে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই প্রসঙ্গে ঘোষণা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিশেষজ্ঞ কমিটি ও জনগণের মতামতের ওপর ভিত্তি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষক সমিতির এই নতুন প্রস্তাব এখন কীভাবে দেখে সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।