+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ–পূর্বে ও ১২ কিমি গভীরে।

নিজস্ব সংবাদদাতা - November 26, 2021 11:16 am - রাজ্য

ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ–পূর্বে ও ১২ কিমি গভীরে।

শুক্রবার ভোরে ভূমিকম্প। কেঁপে উঠল ভারত–মায়ানমার সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গ–সহ কলকাতাও। শুক্রবার ভোর সওয়া ৫টা নাগাদ কলকাতায় অনুভূত হয় কম্পন। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। উত্তরবঙ্গের কোচবিহার, বালুরঘাটে অনুভূত হয়েছে কম্পন। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ–পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের মতো জায়গা কেঁপে উঠেছে। বড়সড় ক্ষয়ক্ষতির খবর অবশ্য পাওয়া যায়নি। আতঙ্কে মানুষজন বাইরে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কম্পনের সময় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
২০১৮–র জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত ৪৭ বার কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশে। যার মধ্যে চলতি বছরই সবচেয়ে বেশিবার ভূমিকম্প হয়েছে। ৯ মাসে ২১ বার কেঁপেছে ওই দেশ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube