কলকাতায় সেঞ্চুরি পার করল পেট্রল।
কলকাতায় সেঞ্চুরি পার করল পেট্রল। বুধবার ফের ৩৯ পয়সা বেড়ে ১০০ পার করল পেট্রলের দাম। কলকাতায় এদিন লিটারপিছু পেট্রোলের দাম বেড়ে হল ১০০.২৩ টাকা। পাশাপাশি দাম বাড়ল ডিজেলেরও। ২৩ পয়সা বেড়ে লিটার পিছু ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৯২.৫০ টাকায়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই লাগাতার দাম বৃদ্ধি হচ্ছে পেট্রল-ডিজেলের। ৪মে থেকে আজ পর্যন্ত পেট্রলের দাম বেড়েছে মোট ৩৬ দিন এবং ডিজেলের দাম বেড়েছে ৩৪ দিন। এই কদিনে কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ৯.৬১ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে ৮.৮৯ টাকা। প্রসঙ্গত, রাজ্যের বেশিরভাগ জেলাতেই এদিন ১০০ পার করল পেট্রলের দাম। গত এক বছরে লিটারপিছু পেট্রলের দাম বেড়েছে ১৮.১৩ টাকা ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ১৭.৮৬ টাকা। তবে দেশ সেঞ্চুরি পার দেখেছে অনেক আগেই গত ১৭ ফেব্রুয়ারি। সেদিন রাজস্থানের শ্রী গঙ্গানগরে ১০০ পার করেছিল পেট্রলের দাম। আর এই পরিস্থিতিতে মোদি সরকারের কড়া সমালোচনায় নেমেছে তৃণমূল কংগ্রেস তথা অন্যান্য বিরোধী দল। আর এদিনে বঙ্গ রাজধানীতে ১০০ পার হওয়ায় স্বাভাবিকভাবেই সুর আরও চড়বে বলে মনে করা হচ্ছে।