কোন এক অজানা গ্রামের গল্প
কোন এক অজানা গ্রামের গল্প পুরোটাই কাল্পনিক। কিন্তু ঘটনাকে বাস্তবিক জীবনের যেখানে এখনো কোন ছেলের, মেয়ে বন্ধু বা মেয়ে ,ছেলে বন্ধু থাকাটা লোকে তো দূরের কথা নিজের বাবা মা ই ভালো চোখে দেখে না ।সেই রকম দুই বন্ধু আকাশ ও লীনা ছোট থেকে একসাথে খাওয়া পড়ালেখা একইভাবে তারা বড় হয়। কিন্তু এই ব্যাপারটা লিনার বাবা তথাকথিত জমিদার অপূর্ব রায় চৌধুরী ভালো চোখে দেখেননি। অন্যদিকে আকাশের বাবা বিনয় রায় ঘোষাল কোন একসময় জমিদার ছিলেন কিন্তু আজ এক সাধারন চাষা কিন্তু মেয়ের যুক্তির কাছে তর্কের কাছে জমিদার অপূর্ব রায় হার মানেন । তক্ষণে তিনি যা সর্বনাশ করার করে ফেলেছেন কিন্তু কি সেই সর্বনাশ দেখতে হবে ।
কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা আদিত্য দাস এর আকাশলীনা ।
সৃজনশীল পরিচালক – সুদীপ নাগ,
সম্পাদনা – বিশাল বিশ্বাস
চিত্রগ্রহণ – অমিত মুখার্জি
সঙ্গীত – সহেলি মুখার্জি
পোস্টার ডিজাইন – সুদীপ্ত দেবনাথ ।
অভিনয়ের নবাগত প্রিন্স ও নবাগতা দেবলীনা ।
মানিক সিংহ, লুনা ,অপূর্ব শীল, শিশু শিল্পী – সুদীপ্তা বিজলি, ,, সন্ত পাইক অন্যান্য