কোনও কর্মসূচি বাতিল হবে না। আগামী ২-৩ দিনের মধ্যেই ফের কেন্দ্রে ফিরব, মমতা
কোনও কর্মসূচি বাতিল হবে না। আগামী ২-৩ দিনের মধ্যেই ফের কেন্দ্রে ফিরব। হাসপাতালের বেড থেকেই বার্তা দিলেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলীয় কর্মীদের সংযত থাকার আবেদন জানিয়েছেন তিনি। এমন কিছু যেন তাঁরা না ঘটান যাতে অশান্তি ছড়ায়। আবেগকে সংযত থাকার বার্তা দিয়েছেন দলনেত্রী।
এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। বাম পায়ে প্লাস্টার। তিনি দলীয় কর্মীদের আবেগকে সংযত রাখার বার্তা দিয়েছেন ভিডিও মেসেজে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতাতেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীসমর্থকরা।
মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় বলেছেন, দু-তিন দিনের মধ্যেই তিনি কেন্দ্রে ফিরবেন। কোনও কর্মসূচি বাতিল হবে না। তবে পায়ে চোট থাকায় কিছুটা অসুবিধা হবে ঠিকই। কিন্তু কাজ চলবে। হাসপাতালে বেডে শুয়েই লড়াকু নেত্রী বুঝিয়ে দিয়েছেন তাঁর স্পিরিট। তিনি কোনও ভাবেই ময়দান ছাড়ছেন না সেটা গেরুয়া শিবিরকে বুঝিয়ে দিয়েছেন। যদিও দলনেত্রী নিজে জানিয়েছেন তাঁর মাথায় কোমরে ব্যাথা রয়েছে।