বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল জমানার কোনও সুযোগ সুবিধা বন্ধ হবে না: মোদী
বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল জমানার কোনও সুযোগ সুবিধা বন্ধ হবে না। বরং তাতে টাকার পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার কোচবিহারে এক জনসভায় এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘বন্ধ হবে শুধু কাটমানি।’
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘শুনলাম দিদি না কি হুমকি দিচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারের সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলছি, কোনও সুবিধা বন্ধ হবে না। মহিলা, ছাত্রছাত্রী, কৃষক থেকে শুরু করে সবাই যে যা সুবিধা পাচ্ছেন তেমনই পেতে থাকবেন। বরং টাকার পরিমান আরও বাড়বে। বন্ধ হবে শুধু কাটমানি।’
কোচবিহারের সভা থেকে ফের কৃষক সম্মান নিধির কথা তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম বৈঠকে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যত দ্রুত সম্ভব সেই টাকা দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে।’
বলে রাখি, ভোটপ্রচারে সমস্ত সভায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করে থাকেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি জনতাকে সতর্ক করেন, বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা। শুধু তাই নয়, এবারের নির্বাচনী ইসতেহারে মহিলাদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল। তাতে বলা হয়েছে, ক্ষমতায় ফিরলে সমস্ত তপশিলি জাতিভুক্ত মহিলাকে মাসে ১০০০ টাকা করে ও অন্যদের ৫০০ টাকা করে দেবে তাদের সরকার। পালটা বিজেপির ইসতেহারেও রয়েছে একাধিক আর্থিক প্রকল্পের প্রতিশ্রুতি।