+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

‘আমি বলে দিয়েছি, একদম কোথাও যাবি না’‌ –অনুব্রতকে মমতা

নিজস্ব সংবাদদাতা - April 27, 2021 9:22 am - রাজ্য

‘আমি বলে দিয়েছি, একদম কোথাও যাবি না’‌ –অনুব্রতকে মমতা

বরাবরই নেত্রীর কাছের ছেলে কেষ্ট। এবার বিধানসভা নির্বাচন চলাকালীন অনুব্রত মণ্ডলকে সিবিআই দিয়ে বিব্রত করা হচ্ছে বলে সোমবার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বীরভূমের নির্বাচনের আগে অনুব্রতর বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আগামী ২৭ তারিখ দেখা করতে যেতে বলেছে। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি বলে দিয়েছি, একদম কোথাও যাবি না।’‌

সোমবার মিনার্ভা থিয়েটারে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এরা এত ভীতু জানেন! গতকাল কেষ্টর বাড়িতে হাজির হয় দুটো সিবিআইয়ের লোক। আর গিয়ে বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুন। অথচ ২৯ তারিখে ওদের নির্বাচন। কেন যাবে?‌ এখন নির্বাচন চলছে। ইচ্ছেমতো ডাকছে। সে নির্বাচনের কাজ করবে না! সে দলের জেলা সভাপতি। তার বাড়িতে চলে যাচ্ছে। কোভিড নিয়ে চলে যাচ্ছে। যে কেউ ঢুকে যাচ্ছে।’‌ তৃণমূল নেত্রীর নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডল সিবিআই অফিসে পা রাখবে না। তাহলে সিবিআই পরবর্তী পদক্ষেপ কি করে সেটাই দেখার।

এদিন সিবিআই ডাকলেও সাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি বলে দিয়েছি, একদম কোথাও যাবি না। নির্বাচন শেষ হবে তারপর যাবি।’‌ গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। নির্বাচনের ঠিক তিনদিন আগে এই তলব নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী বীরভূমের জেলা সভাপতিকে মঙ্গলবার হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। সোমবার শেষ হচ্ছে বীরভূমের ভোটপ্রচার। বৃহস্পতিবার জেলার ১১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছল সিবিআইয়ের তলব। যদিও সিবিআইয়ের পেশ করা চার্জশিটে নাম নেই তাঁর।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube