কৌতূহলী মন – কবিতা
কৌতূহলী মন
…………………………….নিশ্চুপ ,, নিস্তব্ধ রাত
শত লাখো জিজ্ঞাসা
দিচ্ছে রোজই সাথ |
অতীতের স্মৃতি গুলো
ভিড় করে মনে
নীরব কিছু হতাশা আজ
জমে দুই নয়নে |
ছন্দ উপসংহারে
“” বিষয় “” হয়তো এটা
তবু দেখি মনের মাঝে
আরো কত সেটা |
অস্তিত্ব
লুন্ঠিত
নিন্দা সারা গায়
অবুঝ মন
আর জীবন
যেন , তামাশায় ||
শাসন , শোষণ ভরা
কৈশোর পেরিয়ে
জীবন হয়তো একটু সুখে
যৌবনেতে গিয়ে
এর পরে স্বত্তা খোঁজে
বিষ পান সজ্ঞানে
জীবন বিষয় বিষে মরে
আজকে প্রতি ক্ষনে |
এ তো গেলো এক দিক
তাকাই অন্য দিকে
অস্পষ্ট নজর দেখায়
বাঁধন কি ঠিক রূপে |
প্রতি ক্ষনে আজও মনে
প্রত্যাশা আর দাবি
সিক্ত নয়ন হতাশ হয়ে
বলে ,, বেকার সবই |
হৃৎস্পন্দন
আজ উচাটন
জীবন বাজি রাখা
তবু রোজই জীবন মন টা
মেঘলা মেঘেই ঢাকা |
মন টা যেন
জানতে যে চায়
“”” বিতৃস্না তার কেন “””??
জানতে বড় কৌতূহল ও
“”” গোপন মনে “””, কত ??
একটা ছোট্ট দাবির পিছে
খুললো আড়াল সত
জীবন টাকে সুধাই শুধু
“”” আর পরিহাস “” কত ??
মনের দাবি
“” একটু সময় “”
দুষ্প্রাপ্পো…
কারণ নানায়
“”” উষ্ণ পরশ…
একটু ছোঁয়া “”..
হারায় রোজই
“” অক্ষমত্তায় “” |
মন কে তবু
বোঝাই এটা
আজ স্বত্তায়
তকমা আঁটা
অস্তিত্বে প্রাপ্তি অনেক
এক কথাতে
“” অযোগ্যতা “” |
আজ কদিনে
চাইছি মনে
“”” এবার সবটা বলো “”””
নিজের দেওয়া কথা রাখো
“”” মুখোশ টেনে খোলো “”” |
বন্ধু তুমি….
গুরু তুমি….
তুমিই আবার ভাই
স্বমহিমায়
তোমার সত্যি
সবটা জানতে চাই |
লুকোচুরি অনেক হোলো
আড়াল সরাও তুমি
অনেক পাঁজর ভাঙা বুকেও
সইবো নতুন আমি
এই রোজ রোজ
চলছে যা খোঁজ
সবই তুমি জানো
আশা রাখি
বলবে সবই
যদি ,, আপন আমায় মানো |
হারিয়ে গেছে
হারিয়েওছি
বাঁধন রক্তে , মনে
আজকে জীবন
কাটছে শুধুই
সজল দুই নয়নে |
এবার তুমি
সেই নয়নে
ভরো একটু হাসি
মোর জীবনের
শেষ বাঁধনের
দেখি যে কি..
শেষ ই?????
—- অমিত চক্রবর্তী , বারুইপুর