+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ইডেনে বল গড়ানোর আগেই ট্রাফিক নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা - March 22, 2025 3:00 pm - কলকাতা

ইডেনে বল গড়ানোর আগেই ট্রাফিক নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুলিশ।

শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনে বল গড়ানোর আগেই ট্রাফিক নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুলিশ। জানানো হয়েছে, আইপিএল চলাকালীন ইডেনে যত খেলা থাকবে প্রত্যেকদিন ইডেন সংলগ্ন বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

 

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলা থাকলে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। দুপুর ৩.৩০টে থেকে খেলা থাকলে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। সন্ধ্যায় খেলা থাকলে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণিতে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। বিকেলে খেলা থাকলে রাস্তাগুলি বন্ধ থাকবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ইডেনে ম্যাচের দিন গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বোস রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, রেড রোড, মেয়ো রোডে গাড়ি দাঁড় করানো যাবে না।

 

ইডেন সংলগ্ন রাস্তায় ম্যাচের দিনগুলিতে কড়া নিরাপত্তায় থাকবে পুলিশ। ম্যাচের দিন ইডেন সংলগ্ন রাস্তায় ট্যাক্সি, বাস বা গাড়ি পার্ক করা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ কলকাতা বা বিবাদী বাগের দিকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ঘুরিয়ে দেওয়া হবে উত্তর এবং পূর্ব কলকাতার গাড়িগুলিকেও। ইডেনে ম্যাচের দিন বিধিনিষেধ জারি করা হয়েছে বাইক আরোহীদের যাতায়াতের ওপরেও।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube