+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মোদীর আর্জির পর কুম্ভমেলার সমাপ্তি ঘোষণা ধর্মগুরুর

নিজস্ব সংবাদদাতা - April 18, 2021 12:17 am - দেশ

মোদীর আর্জির পর কুম্ভমেলার সমাপ্তি ঘোষণা ধর্মগুরুর

মোদীর আর্জির পর কুম্ভমেলার সমাপ্তি ঘোষণা ধর্মগুরুর

সকালে প্রতীকী কুম্ভমেলার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক ঘণ্টা পর স্বামী অভদেশ্যানন্দ গিরি ঘোষণা করলেন, এবারের জন্য কুম্ভমেলায় ইতি টানছে জুনা আখড়া। সেই সিদ্ধান্তের পর বিশেষজ্ঞদের বক্তব্য, হুড়মুড়িয়ে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর বিলম্বিত বোধোদয় হয়েছে।

হিন্দিতে একটি টুইটবার্তায় স্বামী অভদেশ্যানন্দ বলেন, ‘(কোতিডের বিরুদ্ধে) ভারতীয়দের সুরক্ষাই হল সবথেকে অগ্রাধিকারের বিষয়। করোনাভাইরাস মহামারীর জেরে আমরা সকল দেবতার বিসর্জন করে দিয়েছি। জুনা আখড়ার জন্য এবারের কুম্ভমেলা শেষ।’

করোনা পরিস্থিতিতে ৪৮.৫১ লাখ মানুষের জমায়েত নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় উত্তরাখণ্ড এবং কেন্দ্রীয় সরকারকে। সেই সমালোচনার মুখে শনিবার সকালে স্বামী অভদেশ্যানন্দের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। পরে মোদী জানান, সন্ন্যাসীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। করোনার বাড়বাড়ন্ত সত্ত্বেও মোদী দাবি করেন, সকল সন্ন্যাসী প্রশাসনের সঙ্গে সবরকমের সহযোগিতা করছেন। সেজন্য ‘সন্ন্যাসী দুনিয়াকে’ ধন্যবাদও জানান মোদী।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube