ধর্ষণের প্রতিবাদীদের ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করলেন কবীর সুমন।
হাঁসখালি, বোলপুর, পিংলা, নামখানা। পরপর ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসায় রাজ্যের আইন শৃঙ্খলাও প্রশ্নের মুখে। এর মাঝেই হাঁসখালির ধর্ষিতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য ঘিরে সমালোচনায় মুখর রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। এবার ধর্ষণের প্রতিবাদীদের ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন।
একাধিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ তো দূরের কথা, ধর্ষণকাণ্ডে যাঁরাই প্রতিবাদে সামিল তাঁদের ‘নপুংসক’ বলে কটাক্ষ করলেন কবীর সুমন। বুধবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংশকদের আক্রমণ ‘রাজ্যজুড়ে ধর্ষণের’ বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’
কামদুনি কাণ্ড নিয়ে এককালে প্রতিবাদে সামিল হয়েছিলেন কবীর সুমন। পথে নেমেও তাঁকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। সেই সঙ্গীতশিল্পীর মুখে ধর্ষণকাণ্ড নিয়ে এহেন মন্তব্য দেখে হতবাক তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অভিনেতা, রাজনীতিক রুদ্রনীল ঘোষ ফেসবুকে লিখেছেন, ‘ওঁর দৈন্যতার কফিনে শ্রদ্ধার শেষ পেরেকটা ঠুকে, ওঁর লেখা লাইনেই বলব, ‘দালাল দালালি করে, নেতা নেতাগিরি, দালালির আগুনে তুমি হয়েছ ভিখারি!’ পাশাপাশি অভিনেতা কৌশিক সেন, পরিচালক অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রাও সমালোচনা করেছেন এই ঘটনার। যাঁর গান শুনে বড় হয়ে ওঠা, যাঁর অনুরাগী ছড়িয়ে বিশ্বের কোণায় কোণায়, এমন মাপের একজন সঙ্গীতশিল্পীর এহেন মন্তব্যে বিস্মিত তাঁরা।