+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

লক্ষাধিক টাকার গাঁজক আটক করল সিআইডির নারকোটিক শাখা।

নিজস্ব সংবাদদাতা - December 11, 2024 3:48 pm - রাজ্য

লক্ষাধিক টাকার গাঁজক আটক করল সিআইডির নারকোটিক শাখা।

ফের ধুলাগড় টোল প্লাজা। লক্ষাধিক টাকার গাঁজক আটক করল সিআইডির নারকোটিক শাখা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধুলাগড় টোল প্লাজায় অভিযান চালায় সিআইডির আধিকারিকেরা। তখনই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড় টোল প্লাজায় অভিযান চালায় সিআইডি নারকোটিক শাখার আধিকারিকেরা। সেই সময় দু’টি গাড়িকে আটক করা হয়। কাগজপত্র খতিয়ে দেখে গাড়িতে কী মাল রয়েছে তা দেখতে গিয়েই খোঁজ মেলে বিপুল পরিমাণ গাঁজার। পুলিশ সূত্রে খবর, দু’টি গাড়ি থেকে ৯৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারদর ১৫ লক্ষ টাকা। যে দু’টি গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল তার একটি তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ধরা পড়ে যায় অপর গাড়িটির চালক।

ধৃত ব্যক্তির নাম বিনোদ কুমার চৌহান। তিনি শ্রীরামপুর হুগলীর বাসিন্দা। তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওড়িশা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। পরে তা হাওড়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছেন কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। সাঁকরাইল থানায় একটি স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে সিআইডির নারকোটিক শাখা।

এর আগে গত জুন মাসে ধুলাগড় টোল প্লাজ়া থেকে উদ্ধার হয়েছিল ৫১৬ কেজি গাঁজা। জানুয়ারি মাসে উদ্ধার হয় ৪৫ কেজি গাঁজা। দু’টি ক্ষেত্রেই গাঁজা নিয়ে আসা হচ্ছিল ওড়িশা থেকে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube