ল ক্লাকস্ এ্যসোসিয়েশণের সারা রাজ্য জুড়ে যে পথ অবরোধ কর্মসূচি
পশ্চিমবঙ্গ ল ক্লাকস্ এ্যসোসিয়েশণের রাজ্য কমিটির ডাকে ২২/৯/২৩ তারিখে তের দফা দাবিতে সারা রাজ্য জুড়ে যে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল সেই কর্মসূচি অনুযায়ী
হাওড়া ডিএম বাংলোর সম্মুখে হাওড়া জেলা কমিটির নেতৃত্বে বেলা বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পথ অবরোধ করা হয় তাতে ব্যাপক যানজট সৃষ্টি হয় তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো যে ল ক্লাকস্ এ্যাকট সংশোধন ও সংযোজন করতে হবে, রাইট টু এ্যাকট কার্যকরী করতে হবে এবং ওয়েলফেয়ার ফান্ড সরকারিভাবে চালু করতে হবে আদালতে ল ক্লাকস্ ও বিচার প্রার্থীদের জন্য পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে। বিএল আর ওঅফিসে ল ক্লাকস্ দের সরকারী কাজে হয়রানি করা চলবে না ইত্যাদি সম্পাদকের বক্তব্যের মধ্যে প্রকাশ পায় যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে।