প্রিসাইডিং অফিসারকে মারধর করার মতোও গুরুতর অভিযোগ উঠল লিলুয়ার ভারতী স্কুলে৷
লোকসভা নির্বাচনের দিন হাওড়ার লিলুয়ার একটি বুথে তুমুল উত্তেজনা৷ প্রিসাইডিং অফিসারকে মারধর করার মতোও গুরুতর অভিযোগ উঠল৷ অভিযোগ, হাওড়ার লিলুয়ার ভারতী স্কুলের ১৭৬ নম্বর বুথে সকাল থেকে দীর্ঘক্ষণ ভোট প্রক্রিয়াই বন্ধ ছিল৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী৷ বিজেপি প্রার্থী ওই বুথে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়৷ তৃণমূল কর্মীরা অভিযোগ তোলেন, বিজেপি প্রার্থী তাঁর নিরাপত্তারক্ষীর বন্দুক নিয়ে বুথের ভিতরে ঢোকেন৷ এই অভিযোগে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী এবং এজেন্টরা৷ শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি৷ অভিযোগ সেই সময় ওই বুথের প্রিসাইডিং এজেন্টকে মারধর করা হয়৷ পরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিশাল দল গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ এর পর ভোটগ্রহণ শুরু হলেও কমিশনের পক্ষ থেকে ওই প্রিসাইডিং অফিসারকে বদলে দেওয়া হয়৷