+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ল দিল্লিতে

নিজস্ব সংবাদদাতা - May 2, 2021 12:07 am - দেশ

লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ল দিল্লিতে

করোনাভাইরাসের বাড়বাড়ন্ত আর অক্সিজেনের আকাল – কার্যত যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দিল্লি। দ্বিতীয় দফায় ছ’দিনের লকডাউনেও অবস্থার উন্নতি হয়নি। সেই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিল দিল্লি সরকার।

গত মাসে দিল্লিতে যেভাবে সংক্রমণের হার বেড়ে গিয়েছিল, তাতে লাগাম টানতে লকডাউনের ঘোষণা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সময় কিছুটা সংক্রমণের হার কমলেও পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক ছিল। সেজন্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ৩ মে সকাল সাতটা পর্যন্ত করেছিলেন কেজরিওয়াল। তাতে অবশ্য কোনও কাজ হয়নি। বরং আবারও সংক্রমণের হার ৩০ শতাংশের গণ্ডি ছাড়িয়ে যায়। গত শুক্রবার দিল্লিতে ২৭,০৪৭ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছিল। মৃত্যু হয়েছিল ৩৭৫ জনের। তার ফলে বৃহস্পতিবারের তুলনায় দৈনিক আক্রান্ত বেড়েছিল ২,৮১২। শুধু তাই নয়, বৃহস্পতিবার দিল্লিতে সংক্রমণের হার ছিল ৩১.৭৬ শতাংশ। শুক্রবার তা ০.৯৩ শতাংশ বৃদ্ধি পায়। তবে মৃতের সংখ্যা কমেছিল। পাশাপাশি টানা ১৩ দিন নয়া আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যায়।

সেই পরিস্থিতিতে দিল্লিতে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণার জন্য কেজরিকেও আর্জি জানিয়েছিল একাধিক ব্যবসায়ী সংগঠন। তবে সে পথে হাঁটেননি কেজরিওয়াল। আপাতত লকডাউনের মেয়াদ এক সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে দিল্লি সরকার।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube