শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন
সাউথ চামরাইল, হাওড়া, শুক্রবার ৩রা জুন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হলো সাউথ চামরাইলে শ্রীশ্রী লোকনাথ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে মন্দির প্রাঙ্গনে। এই উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাল্য ভোগ, পাদুকা পূজা, পূজা শুরু হয়, ১১-৪৫ মিঃ অঞ্জলি, হোম যজ্ঞ দুপুর ১২ টা থেকে চলে ভোগ ও প্রসাদ বিতরণ। পুরোহিত : শ্রী তারকনাথ মুখোপাধ্যায়, শ্রী কার্তিক ব্যানার্জী। সকাল থেকে রাত পর্যন্ত বাবা লোকনাথে নাম গান চলে। এক শান্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।