রাজ্যে বিধানসভা নির্বাচনের অনুযায়ী অবস্থান দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ১৯ লোকসভার ফল
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার ১ এপ্রিল।
পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ হবে।
পূর্ব মেদিনীপুর – তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়া – তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
পশ্চিম মেদিনীপুর– খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
দক্ষিণ ২৪ পরগনা – গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।
এখন ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী জেনে নেওয়া যাক-কোন বিধানসভা আসনগুলিতে কোন দল এগিয়ে ছিল, কোন দল পিছিয়ে ছিল।
পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসনে ২০১৯ এগিয়েছিল তৃণমূল।
তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল ৯৩,৬৮০ ভোট। বিজেপি ৮৭,১৩২ ভোট। সিপিএম ২৭,৯৫৮ ভোট। কংগ্রেস ২১৩০ ভোট।
পাঁশকুড়া পূর্ব আসনেও তৃণমূল এগিয়েছিল। তৃণমূল ৭৯,৪৩৭, বিজেপি ৭২,০৫৭, সিপিএম ২১০৫৪ ও কংগ্রেস ২৬৭৬ ভোট পেয়েছিল।
ময়না আসনে তৃণমূল এগিয়েছিল। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ১,০০,৮৮০। বিজেপি ৮৮,৪৯৭ ভোট। সিপিএম ১২,৩৮৯ ও কংগ্রেস ২৪৮৮ ভোট পেয়েছিল।
নন্দকুমারেও এগিয়ে তৃণমূল। তারা পেয়েছিল ৯৭,৪৭৪ ভোট। বিজেপি ৮২,১১৬, কংগ্রেস ২০৬৫ ও সিপিএম ২৪,৯১৮।
মহিষাদল আসনেও এগিয়ে ছিল তৃণমূল। তারা পেয়েছিল ৯৬,২১৫ ভোট। বিজেপি ৭৯,২৯৯ ভোট । ২১,৮৩৫ ভোট পায় সিপিএম। কংগ্রেস পায় ২৪২৮ ভোট।
হলদিয়াতেও এগিয়েছিল তৃণমূল। ১,২৫,২৯৬ ভোট পেয়েছিল তৃণমূল। বিজেপি ৬১৪৭৫, সিপিএম ১৮,৩৫৫ ভোট। কংগ্রেস ২৩৭৯ ভোট।
নন্দীগ্রামেও এগিয়ে তৃণমূল। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ১,৩০,৬৫৯। বিজেপি ৬২২৬৮ ভোট। সিপিএম ৯৩৫৩ ভোট এবং কংগ্রেস ১৭৮৮ ভোট।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৯৪,৬৮৩। বিজেপি পেয়েছিল ৯৭,৫২৮ ভোট। সিপিএম ১৩,০৭৪ ভোট।
ঘাটাল লোকসভা আসনের ২০১৯-র লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, সবং আসনে এগিয়ে তৃণমূল। তারা ৯৪,৭৯৮ ভোট। বিজেপি ৮৮,৬২৮ ভোট। সিপিএম ১৯,৩১৮ ভোট।
পিংলা আসনেও সামান্য ব্যবধানে এগিয়েছিল তৃণমূল। তাদের প্রাপ্ত ভোট ৯৯,৭৬০ ভোট। বিজেপি ৯৮,০৬২ ও সিপিএম ৯৮৯৩ ভোট পেয়েছিল।
ডেবরা আসনে এগিয়েছিল বিজেপি। তারা পেয়েছিল ৮৪,৬১৮ ভোট। তৃণমূল ৮০,৫৯৯ ভোট। সিপিএম ২১,৬৩৬ ভোট।
দাসপুর আসনে এগিয়েছিল তৃণমূল। তারা পেয়েছিল ৯৯,২৪৬ ভোট। বিজেপি ৮৯,৩০৬ ভোট। সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ১৭,৫৬৯ ভোট।
ঘাটাল আসনেও এগিয়েছিল তৃণমূল। তৃণমূলের প্রাপ্ত ভোট ১,০৩,৩৩১। বিজেপি ৯৭,৪৬৫ ভোট। সিপিএমের ৮,১৫৬।
কেশপুর আসনে এগিয়েছিল তৃণমূল। তারা পেয়েছিল ১,৪৪,৯৯০ ভোট। বিজেপি ৫২৯১৬ ভোট। সিপিএম ৭,২৯৭।
আরামবাগ লোকসভার অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আসনে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এগিয়ে তৃণমূল। তারা পেয়েছিল ১,০৬,৮০০ ভোট। বিজেপি ১,০৩,১৬৯ ভোট। সিপিএম ১৪,৮২৭ ভোট।
মেদিনীপুর লোকসভা আসনের অন্তর্ভূক্ত নারায়ণগড় ও খড়্গপুর সদর আসনে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এগিয়ে বিজেপি।
নারায়ণগড়ে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৯৭,৩২৪ । তৃণমূল পেয়েছিল ৮৮,৫৭৪ ভোট। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১১,৫৬৮।
খড়্গপুর সদর আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৯৩,৪২৫, তৃণমূল পেয়েছিল ৪৮,২৯৩ ভোট। বাম প্রার্থী পেয়েছিলেন ৮,১৫৬ ভোট।
বাঁকুড়া লোকসভা আসনের অন্তর্গত তালড্যাংরা ও বাঁকুড়া-দুটি বিধানসভা আসনেই ২০১৯-র লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এগিয়েছিল বিজেপি।
তালড্যাংরায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৮৭,৮২৬। তৃণমূল ৭০, ৫৫৮। বাম প্রার্থী পায় ২০,৫৬৯ ভোট।
বাঁকুড়া আসনে বিজেপি পেয়েছিল ১,১২,০৮০ ভোট। তৃণমূল ৬৫,৩০৪ ভোট। বামেরা পেয়েছিল ১৫,১৪৩ ভোট।
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ বিষ্ণুপুর লোকসভা আসনের অন্তর্গত বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী বিধানসভা আসনেও।
২০১৯-র লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী বড়জোড়া আসনে এগিয়ে বিজেপি। তাদের প্রাপ্ত ভোট ৯১,৭৩৬। তৃণমূল পেয়েছিল ৮০,১১৬ ভোট। সিপিএম পেয়েছিল ২৩,১৭১ ভোট।
ওন্দা আসনেও এগিয়ে বিজেপি। তারা পেয়েছিল ১,০৬,৭৮৮ ভোট। তৃণমূল পেয়েছিল ৮০,৪১৫। সিপিএম প্রার্থী পেয়েছিলেন ৮,৮৬৬ ভোট। বিষ্ণুপুর আসনেও এগিয়ে বিজেপি।
তাদের প্রাপ্ত ভোট ছিল ৮৯,৮০৬। তৃণমূল পেয়েছিল ৬৬,৯৮৮ ভোট। সিপিএম পেয়েছিল ১৩,৭৫৩ ভোট।
কোতুলপুর আসনে এগিয়ে বিজেপি। তাদের প্রাপ্ত ভোট ৯৭,৯০৭। তৃণমূল পেয়েছিল ৮৮,৮০৮। সিপিএম পেয়েছিল ১৪,০৮১ ভোট।
ইন্দাস আসনে ৯৮,১৮৪ ভোট পেয়ে এগিয়েছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ৮৪,৫৯১ ভোট। সিপিএম পেয়েছি ১২,১০৬ ভোট।
সোনামুখী আসনেও ৯৮,৯৮৩ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৭৫,১৪৮। সিপিএম পেয়েছিল ১৯,৪৫১ ভোট।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভায় ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এগিয়ে তৃণমূল। তারা পেয়েছিল ১,০১,৫২২ ভোট। বিজেপি পেয়েছিল ৭২,২৩৬ ভোট। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৩৭১৩ ভোট।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা আসনের অন্তর্গত পাথরপ্রতিমায় ১,১৩,০৬০ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৭৭,২৮১। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৭,১৩৮।
কাকদ্বীপ আসনেও ১,০৬,২০৩ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮০,৭৪৭ ভোট। সিপিএম পেয়েছিল ৯,৭৩০ ভোট।
সাগর আসনে ১,১৯,০৭০ ভোট পেয়ে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮৭,০৫৮ ভোট। সিপিএম পেয়েছিল ১৩,৮৯৬ ভোট।