লন্ডনের থেকে এগিয়ে কলকাতা
এদিন তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, রাজ্যের জন্য আরেকটি খুশির খবর। দেশের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রিক বাস চলে কলকাতায়। তা বিশ্বে তৃতীয়স্থান লাভ করেছে কলকাতা। পঞ্চমস্থানে রয়েছে লন্ডন। বাংলাকে একদিন বিশ্ব বাংলায় পরিণত করা হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, এটাই মুখ্যমন্ত্রীর চিন্তা ধারা। তিনি বলেন, কলকাতা একদিন লন্ডন হবে কি হবে না, সেটা বড় কথা নয়, বড় কথা হল একটা স্বপ্ন দেখা। তিনি বলেন, কেউ যেখানে রয়েছে সেটা যেমন বাস্তব, আর স্বপ্নেও একটা বাস্তব রয়েছে। সেই স্বপ্নের বাস্তবে যদি কেউ পৌঁছতে চায়, তাহলে সেটা নিয়ে কেউ ব্যাঙ্গ করলে করুন, কিন্তু মানুষের স্বপ্ন দেখা তাতে থামবে না। ব্রাত্য বসু বলে্ন, সেই স্বপ্ন দেখা একটা নজির হল এই যে, ইলেকট্রিকবাসের পরিষেবায় কলকাতা তৃতীয় আর লন্ডন পঞ্চম। তিনি বলেছেন, বাস্তব এবং কল্পনার মধ্যে ব্যবধান কমছে। ব্রাত্য বসু বলেছেন, ২০১৯ থেকে রাজ্যে ইলেকট্রিস বাস চলা শুরু হয়েছে। এখন এই বাসের সংখ্যা প্রায় ১০০। তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে শহরের রাস্তায় এরকম প্রায় পাঁচহাজার বাস নামবে। বিরোধীদের কটাক্ষ
২০১১-র নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কলকাতাকে লন্ডন বানাবেন, আর দার্জিলিংকে সুইৎজারল্যান্ড। যা নিয়ে গত দশবছরে বহুবার কটাক্ষের মুখে পড়েছেন তৃণমূল এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা লন্ডন হয়ে ওঠেনি। যা নিয়ে গত রবিবারে হওয়া বিজেপির ব্রিগেডের সমাবেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, মাননীয়া বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, দার্জিলিংকে সুইৎজারল্যান্ড। সেটা হয়নি। কিন্তু মাননীয়া ৫০০ কোটি টাকা খরচ করে বুদ্ধি কিনেছেন।