+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মায়ের সামনেই ছেলে খুন।

নিজস্ব সংবাদদাতা - March 8, 2023 9:49 am - রাজ্য

মায়ের সামনেই ছেলে খুন।

মর্মান্তিক! দোলের দুপুরে মায়ের সামনেই খুন ছেলে। মাটিতে ফেলে পিটিয়ে ছেলেকে খুন করল প্রতিবেশীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডীতলা থানার জনাই এলাকায়। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস(৩২)। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক দুই অভিযুক্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দিন দুপুরে প্রতিবেশী রুনু সিংয়ের সঙ্গে বচসা শুরু হয় কৃষ্ণেন্দু দাসের। বাড়ির ভিটে নিয়ে দুই পরিবারে বিবাদ ছিল দীর্ঘদিনের। অভিযোগ, মঙ্গলবার মদ্যপ অবস্থায় রুনু ও তার দুই ছেলে বুদো আর বাবু কৃষ্ণন্দুর উপর চড়াও হয়। উঠোনে ফেলে লাথি, ঘুষি, লাঠি দিয়ে মারতে থাকে। বিয়ারের বোতল ভেঙে আঘাত করে। ছেলেকে বাঁচাতে মা যুথিকা দাস এগিয়ে যান। তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্তরা।

স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক কৃষ্ণেন্দুকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার কিছুক্ষণর মধ্যেই অভিযুক্ত রুনু সিংকে গ্রেপ্তার করে চন্ডীতলা থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তার দুই ছেলে বুদো এবং বাবু।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube