মেকআপ আর্টিস্ট এর ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে।
বছর ১৯-এর সরস্বতী দাস পেশায় একজন মেকআপ আর্টিস্ট। শনিবার রাতে কসবায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তবে আচমকা আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে তারা।
সূত্রের খবর, কসবার বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা তিনি। ছেলেবেলায় বাবা ছেড়ে চলে গিয়েছিলেন। মা-মাসির কাছে বড় হয়ে উঠেছেন সরস্বতী। তাঁর মা এবং মাসি দু’ জনেই আয়ার কাজ করতেন কসবায় মামার বাড়িতে থাকতেন সরস্বতী। শনিবার দিদিমার সঙ্গে একাই ছিলেন তিনি। তিনিই প্রথমে সরস্বতীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরিবার সূত্রে খবর, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। সাজাতেই ভালবাসেন। মেকআপ আর্টিস্ট হিসেবেই তাঁর পরিচিত হোক, এমনটাই চাইতেন সরস্বতী। ইতিমধ্যেই তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
গত ১৫ দিনের মধ্যে পরপর ৪ জন মডেল, অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।