মমতা-প্রলয় পালের কথোপকথন
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে বলতে শোনা যাচ্ছে, প্রলয় তুমি ইয়ং লিডার। এবারের ভোটে যেন তিনি তৃণমূলকে সাহায্য করেন। তাতে কোনও অসুবিধা হবে না বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা বিজেপি নেতা বলেছেন, তাঁকে (মমতা) দেখেই প্রলয় পালের পরিবার রাজনীতি করেছিল। আর তিনি (মমতা) যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, সেদিন, ৫ জন ব্রাহ্মণকে ডেকে তিনি মিটিং মিছিল করেছিলেন বলে জানিয়েছেন প্রলয়। কিন্তু এত কিছু করার পরেই প্রলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায়নি। আর আম আমলে অধিকারী পরিবার তাঁকে বাঁচিয়েছিলেন বলেও জানিয়েছএন প্রলয় পাল। এই বিজেপি নেতা আরও জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে শিশির অধিকারীর ৪০ বছরের সম্পর্ক।
বিজেপি নেতা বলেছেন, শুভেন্দু অধিকারীর জন্য তিনি জীবনপাত করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ প্রসঙ্গে তিনি ক্ষমা চেয়েও নিয়েছেন। পাশাপাশি তাঁর কাছে প্রশ্ন তুলেছেন, কেন তাঁকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়নি। আর তিনি কানও দলের সঙ্গে বেইমানি কোনও দিন করেননি, ভবিষ্যতেও করবেন না। পরিবারের রক্ত সেই কথা বলে বলেও জানিয়েছেন বিজেপি নেতা প্রলয় পাল। যাঁরা এখন বিজেপি করছেন, তাঁরা কি সৎ, এই প্রশ্নের উত্তরে প্রলয় পালকে বলতে শোনা গিয়েছে, অধিকারী পরিবারকে তিনি সৎ বলেই মনে করেন। আর যতদিন তিনি দলকে সৎ বলে মনে করবেন, ততদিন তিনি দলের সঙ্গে থাকবেন