মমতার ইস্তাহরে যেন দখিনা হাওয়া
প্রতি পরিবারের মাসিক আয় সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ক্যাটেগরির জন্য মাসে ৫০০ টাকা করে এবং তফশিল ভুক্তদের জন্য মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। যা বাড়ির মহিলা অভিভাবককে দেওয়া হবে।
কেন্দ্রের বিধবা ভাতা ছিল, একটি নির্দিষ্ট বয়সের পরে। কিন্তু এবার তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছে, আঠারো বছর বয়সেও যদি কোনও মহিলা বিধবা হন, তাহলে তিনিও মাসে ১০০০ টাকা করে পাবেন। যা দেওয়া হবে এবছরের মে মাস থেকে।
যেসব কৃষকের এক একরের বেশি জমি রয়েছে, তাঁরা এবার থেকে বছরে ১০ হাজার টাকা করে পারবেন। বর্তমানে রাজ্য সরকার ৬০০০ টাকা করে দিয়ে থাকে।
ছাত্রছাত্রীদের জন্য ৪ শতাংশ সুদে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা বলা হয়েছে। যাতে জামিনদার হবে সরকার। এই ঘোষণায় মুখ্যমন্ত্রী সেইসব অভিভাবকদের কাছে পৌঁছনোর চেষ্টা করলেন, যাঁরা প্রতিবছর তাঁদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরের রাজ্যে পাঠান।
এছাড়াও এবার থেকে রেশন বাড়ির দরজায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ করে তামিলনাড়ুতে দেখা যেত। তামিলনাড়ুতে প্রত্যেক ভোটেই প্রত্যেক রাজনৈতিকদলই এই প্রথা অনুসরণ করে। এই দেব, আর ওই দেব। বাংলাও তা অনুসরণ করছে।