+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মঙ্গলবার আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৩৯ জন।১০৭ জন মারা গিয়েছেন

নিজস্ব সংবাদদাতা - May 5, 2021 9:07 am - রাজ্য

মঙ্গলবার আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৩৯ জন।১০৭ জন মারা গিয়েছেন

এখন পর্যন্ত সবচেয়ে বেশি কোভিড রোগীর মৃ্ত্যু হল গত ২৪ ঘণ্টায়। মঙ্গলবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই সময়ের মধ্যে গোটা রাজ্যে ১০৭ জন মারা গিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই ৩৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মারা গিয়েছেন ৩১ জন। সেই সঙ্গে গোটা রাজ্যে ফের নতুন করে সংক্রমণ ছড়িয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি। পাশাপাশি, গত কয়েক দিনের মতোই কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লক্ষ।স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ১০ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ৪ জন করে মারা গিয়েছেন। অন্যান্য জেলার মধ্যে বীরভূমে ৩, দার্জিলিঙে ২, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১১ হাজার ৭৪৪ জন আক্রান্ত কোভিডের শিকার হয়েছেন।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনা বাসিন্দা ৩ হাজার ৯৫৪। কলকাতায় ৩ হাজার ৯২৪ জন, দক্ষিণ ২৪ পরগনা (৯৭৬), হাওড়া (৯৫৪), হুগলি (৯৫৪), পশ্চিম বর্ধমান (৮৫০), নদিয়া (৭০৩), পূর্ব মেদিনীপুর (৬৫৯), বীরভূম (৬১৬), দার্জিলিং (৬১৩) এবং পূর্ব বর্ধমান (৫৭৬) জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৮ লক্ষ ৯৮ হাজার ৫৩৩ জন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube