+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মাখোঁ মনে করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ জিইয়ে রাখা জরুরি।

নিজস্ব সংবাদদাতা - February 25, 2022 12:53 pm - আন্তর্জাতিক

মাখোঁ মনে করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ জিইয়ে রাখা জরুরি।

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি। মাখোঁ মনে করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ জিইয়ে রাখা জরুরি। আজ শুক্রবার সকালে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। খবর বিবিসি ও এএফপির।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে স্থল, আকাশ ও সাগর থেকে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল, সেটি তারা অর্জন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় তাঁর দেশের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন। বৈঠকের পর সাংবাদিকদের মাখোঁ বলেন, সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাতে তিনি পুতিনকে ফোন করেছিলেন। পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপটি ছিল ‘খোলামেলা, সরাসরি ও দ্রুত’।

মাখোঁ আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে রুশ প্রেসিডেন্টকে ফোন করেছিলেন তিনি। কারণ, পুতিনকে ফোন করে পাচ্ছিলেন না জেলেনস্কি।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য তাঁকে (পুতিন) অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার পুতিনকে ফোন করা একমাত্র পশ্চিমা নেতা মাখোঁ। তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে হবে।

এ ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের মাখোঁ বলেন, ‘নিন্দা জানানো, নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে, যেন শর্তগুলো পূরণ করা যায়, যাতে আমরা সংঘাত থামাতে পারি।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube