+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের

নিজস্ব সংবাদদাতা - July 29, 2024 1:49 am - খেলা

১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের

২০০৮-এ এই বিভাগে সোনা পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। তিনি প্রথম, যিনই অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা এনে দিয়েছিলেন ভারতকে। তারপর ২০২৪, মনু ভাকের পেলেন ব্রোঞ্জ। এদিন ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। মনুই ভারতের প্রথম মহিলা শুটার, যিনি পদক জিতলেন অলিম্পিকে।

পদক জিতে মনু উচ্চারণ করলেন গীতার কথা। মনে করলেন কৃষ্ণ-অর্জুনের কথা। কীভাবে জানা গেল তা? খেলা শেষে সংবাদমাধ্যমে কথা বলার সময় মনু জানালেন, তিনি অনুপ্রাণিত হয়েছেন গীতার দ্বারা। অদম্য লড়াই, জেদ, খেলার প্রতি মুহূর্তে মনের মধ্যে রেখেছেন গীতার বাণীকেই। শক্তি পেয়েছেন তা থেকেই।

নিজের জয়ে উচ্ছ্বসিত পদকজয়ী বললেন, দীর্ঘ প্রতীক্ষা ছিল ভারতের এই পদকের জন্য। সঙ্গেই মনু মনে করেন, ভারত আরও অনেক পদকের দাবিদার। উল্লেখ্য, এদিন প্রথম থেকেই কার্যত পদকের দৌড়ে ছিলেন তিনি। প্রথম কয়েকটি রাউন্ডের পর থেকে টানা তৃতীয় স্থান বজায় রেখেছিলেন। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করে নেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube