+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মার্চ থেকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে উঠে যাবে

নিজস্ব সংবাদদাতা - February 24, 2021 11:43 pm - কলকাতা

মার্চ থেকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে উঠে যাবে

রাতের বা ভোরের দিকে কিছুটা গা শিরশির করছে। বেলা বাড়লেই চড়ছে পারদ। তাপটা বেশ চড়া অনুভূত হচ্ছে। আসলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে ৩৩ ডিগ্রির ওপরে উঠেছে। আর সর্বনিম্ন তাপমাত্রা কমে যাচ্ছে ২০ ডিগ্রিতে। তবে কোথাও কোথাও ১৫ ডিগ্রিতেও পৌঁছে যাচ্ছে। তার জেরে দিনের বেলায় গরম লাগলেও ভোরের দিকে আবহাওয়া অনেকটাই বদলে যাচ্ছে। এই চরম বৈপরীত্যটাই বুঝিয়ে দিচ্ছে বসন্ত এসে গিয়েছে।

বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’‌ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কম। ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই আমেজের মেয়াদ ক্ষণিকের। তবে কলকাতা–সহ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ না থাকলেও উত্তরবঙ্গে এখনও ঠাণ্ডা বজায় রয়েছে।

মঙ্গলবার যে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রিতে উঠে গিয়েছিল, বুধবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩১.৭ ডিগ্রি এবং ১৪.৯ ডিগ্রি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিদিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ১ মার্চ থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে উঠে যাবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube