মরশুমের শীতলতম দিন আজ।
মাঘের ঠান্ডায় কাঁপছে বাংলা। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। মরশুমের শীতলতম দিন আজ। ভরা শীতের মাঝেই চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। একবারে ৩ ডিগ্রি পারদ নামল শহরে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। ২৩ জানুয়ারি থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ও ২৫ জানুয়ারি বৃষ্টি সামান্য বাড়তে পারে। ওইদিন দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত এবং কালিম্পংয়ে চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে।