+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. মহম্মদ ইউনুস।

নিজস্ব সংবাদদাতা - August 7, 2024 12:54 am - বাংলাদেশ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. মহম্মদ ইউনুস।

মঙ্গলবার গভীর রাতে বঙ্গভবনে বৈঠক শেষে জানানো হল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন, তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের তিন ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে। বৈঠক শেষে নাহিদ ইসলাম জানিয়েছেন, ‘আমরা প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে সর্বজন গ্রহণযোগ্য ড. মহম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম। আজকে মহামান্য রাষ্ট্রপতি সম্মত হয়েছেন।’ বঙ্গভবনের বৈঠকে ১৩ সমন্বয়ক ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান। প্রসঙ্গত, সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসকেই প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিচ্ছে। বঙ্গভবনে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের আর্জিকেই মান্যতা দেওয়া হল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube