+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অনেক গদ্দার – মিরজাফর বিক্রি হয়েছে টাকায়

নিজস্ব সংবাদদাতা - April 9, 2021 9:11 am - রাজ্য

অনেক গদ্দার – মিরজাফর বিক্রি হয়েছে টাকায়

ফের একবার নিজের দলের ‘গদ্দার’দের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, টাকা দিয়ে গদ্দারদের কিনে নিচ্ছে বিজেপি। এমনকী টাকার অংকও বলে দিলেন তিনি। এমনকী তৃণমূল প্রার্থীদের মধ্যেও বিজেপি টাকা ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার চতুর্থ দফার ভোটপ্রচারের শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে সোনা যায়, ‘সব হোটেলে ভর্তি ভর্তি টাকা। সব্বাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। অনেক রাজনৈতিক নেতাকে টাকায় কিনেছে। এতো সব টাকায় বিক্রি হয়েছে, গদ্দাররা। কটা নাম বলবো, অনেক গদ্দার – মিরজাফর বিক্রি হয়েছে টাকায়।’

এর পর মমতা বলেন, ‘বলছে, এই নে টাকাটা নিয়ে নে প্রচারে নামবি না। ২৫ কোটি টাকা নে। আবার শুনছি তৃণমূল প্রার্থীদেরও বলছে, তোমাদের টাকা লাগবে? নিয়ে নাও পরে শোধ দিয়ে দিও। মানে পরে ওদের সঙ্গে যেও।’

ভোটপ্রচারের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে ভোটে টাকা বিলির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। কখনো নাম করে কখনো নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি সেই অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে।

যদিও বিজেপির দাবি, ‘ভোটে হার নিশ্চিত জেনে নানা রকম বাহানা তৈরি করছেন মমতা। কখনো বলছেন, কেন্দ্রীয় বাহিনী ভোট লুঠ করছে, কখনো আবার বলছেন ইভিএমে কারচুপি করা হচ্ছে। চোখের সামনে পরাজয় দেখতে পেয়ে এসব অজুহাত খাড়া করছেন তিনি।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube