+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

এই সপ্তাহে ১০.২ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এল “মিঠাই”

নিজস্ব সংবাদদাতা - March 13, 2021 5:50 pm - বিনোদন

এই সপ্তাহে ১০.২ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এল “মিঠাই”

হিসাব উলটে গেল, টিআরপি তালিকায় পরপর ছ’বার ‘বাংলার সেরা’ ধারাবাহিকের খেতাব আর উঠল না ‘খড়কুটো’ পরিবারের মাথায়। প্রথম স্থান খুইয়ে দু নম্বরে নেমে এল সৌজন্য-গুনগুনরা। চলতি সপ্তাহে টেলিভিশনের রেটিং চার্টে বড় হেরফের নজরে এল। চেনা অঙ্ক বদলে প্রথম স্থান দখল করে নিল ‘মিঠাই’। হ্যাঁ, মোদক পরিবার এই সপ্তাহে ১০.২ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এল। অন্যদিকে বেশ খানিকটা পিছিয়ে ৯.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্টার জলসার ‘খড়কুটো’।

এই সপ্তাহে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকল ‘কৃষ্ণকলি’ এবং ‘করুণাময়ী রাণী রাসমণি’, তাদের সংগ্রহ ৯.৩, ৮.৭ পয়েন্ট। পঞ্চম স্থানেও থাকল জি বাংলার যমুনা ঢাকি (৮.৫)। অর্থাত্ সেরা পাঁচে স্টার জলসার একমাত্র প্রতিনিধি ‘খড়কুটো’। যদিও সার্বিকভাবে এই সপ্তাহে স্টার জলসা পেয়েছে ৬৪৬, জি বাংলার সংগ্রহ ৬৩২ পয়েন্ট।

খড়কুটোর প্রথম স্থান হারানোই নয়, টিআরপি তালিকায় আরও চমক রয়েছে। মাত্র ৬.৪ পয়েন্ট পেয়ে প্রথম দশ থেকেই ছিটকে গেল ‘মোহর’। অবশ্য এটা যে খুব বেশি অপ্রত্যাশিত তা নয়। মোহরের বর্তমান ট্র্যাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন মোহদীপ ভক্তরা।

দেখে নিন সেরা দশের তালিকা-

সিরিয়াল পয়েন্ট চ্যানেল স্থান
মিঠাই ১০.২ জি বাংলা প্রথম
খড়কুটো ৯.৬ স্টার জলসা দ্বিতীয়
কৃষ্ণকলি ৯.৩ জি বাংলা তৃতীয়
করুণাময়ী রাণী রাসমণি ৮.৭ জি বাংলা চতুর্থ
যমুনা ঢাকি ৮.৫ জি বাংলা পঞ্চম
অপরাজিতা অপু ৭.৯ জি বাংলা ষষ্ঠ
শ্রীময়ী ৭.৮ স্টার জলসা সপ্তম
খেলাঘর ৭.৬ স্টার জলসা অষ্টম
দেশের মাটি ৭.৫ স্টার জলসা নবম
মহাপীঠ তারাপীঠ ৭.৫ স্টার জলসা নবম
গঙ্গারাম ৭.১ স্টার জলসা দশম


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube