+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

৪ এপ্রিলের মধ্যে মহারাষ্ট্রের ৩ লক্ষ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আগামী দু’সপ্তাহে মৃত্যু হবে ১০০০ জনের!

নিজস্ব সংবাদদাতা - March 26, 2021 9:22 am - দেশ

৪ এপ্রিলের মধ্যে মহারাষ্ট্রের ৩ লক্ষ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আগামী দু’সপ্তাহে মৃত্যু হবে ১০০০ জনের!

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, সংক্রমণের ঝোড়ো ব্যাটিং এভাবে চলতে থাকলে ৪ঠা এপ্রিলের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছোঁবে ৩ লক্ষের মাত্রা। বর্তমানে পুনেয় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ (প্রায় ৬১,১২৫ জন)। পাশাপাশি নাগপুর ও থানেয় স্বাস্থ্যপরিকাঠামো উন্নত না করলে যে ভুগতে হবে মহারাষ্ট্রকে, সে সতর্কবার্তাও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, বর্তমানে ১% সাপ্তাহিক বৃদ্ধির তথ্যানুসারে এহেন ভবিষ্যদ্বাণী করেছেন গবেষকরা।

মহারাষ্ট্রে প্রায় ২৮,২৪,৩৮২ জন আক্রান্ত হলে মৃত্যুসংখ্যা দাঁড়াবে ৬৪,৬১৩ জনে, ২.২৭% মৃত্যুহারের হিসেবে মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রকের হিসাব জানাচ্ছে এমনটাই। স্বাস্থ্য আধিকারিকদের মতে, আগামী দু’সপ্তাহে কোভিডের বলি হবেন প্রায় ১০,০০০ মহারাষ্ট্রবাসী। দৈনিক মৃত্যু সংখ্যা ছোঁবে ১ হাজারের গণ্ডি। অন্যদিকে মারণব্যাধির তান্ডব শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দেখল মহারাষ্ট্র (৩১,৮৫৫ জন)। নতুন করে ৯৫ জন মারা যাওয়ায় মহারাষ্ট্রে মোট মৃত্যুসংখ্যা বর্তমানে ৫৩,৬৮৪ জন, খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube