+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাজ্যের আইনজীবী জানালেন-মহিলা পুলিশ পুরুষকে গ্রেফতার করতে পারবেন না৷

নিজস্ব সংবাদদাতা - September 14, 2022 12:37 am - রাজ্য

রাজ্যের আইনজীবী জানালেন-মহিলা পুলিশ পুরুষকে গ্রেফতার করতে পারবেন না৷

নবান্ন অভিযান চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারি নিয়ে নানারকম বিতর্ক তৈরি হয়েছে৷ ঘটনার সময়েই মহিলা পুলিশ থাকায় কিছুটা উষ্মা প্রকাশ করেই শুভেন্দু বলেছিলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি৷’’ সেই নিয়ে আদালতেই গড়াল বিতর্ক৷ আদালতের সামনে রাজ্যের আইনজীবী জানালেন, কোনও আইনে লেখা নেই যে মহিলা পুলিশ পুরুষকে গ্রেফতার করতে পারবেন না৷

মঙ্গলবার বিকেলেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিজেপি আবেদনের শুনানি শুরু হয়৷ বিজেপির আইনজীবীর তরফ থেকে অভিযোগ করা হয়, রাহুল সিনহা পুলিশের মারে গুরুতর আহত৷ শুভেন্দু অধিকারীকে আটক করেছেন মহিলা পুলিশকর্মীরা৷ বিরোধী দলনেতাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, অথচ আদালতের নির্দেশ রয়েছে, কোর্ট অনুমতি না দিলে বিরোধী দলনেতাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ৷ পাশাপাশি বিজেপির আইনজীবীর অভিযোগ অনেক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে জমায়েতের আগেই৷ আদালতের কাছে বিজেপির আইনজীবী আবেদন জানান, যেন বিজেপি নেতাদের সুরক্ষার কথা ভেবে পদক্ষেপ করে আদালত৷ যেন রিপোর্ট তলব করা হয়৷

পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, এমজি রোডে দু’টি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুনও দেওয়া হয়েছে৷ হাওড়ায় আক্রান্ত হয়েছে পুলিশ৷ পুলিশের কিয়স্ক ভাঙচুর করা হয়েছে, ল্যম্পপোস্ট ভেঙে ফেলা হয়েছে৷ পুলিশের বডি ক্যামেরা ছিনতাই করা হয়েছে, কলকাতার দুই জায়গায় ব্যারিকেড ভাঙা হয়েছে৷ পুলিশকে আক্রমণ করা হয়েছে৷ আদালতে আইনজীবী জবাব দেন শুভেন্দুর গ্রেফতারি নিয়ে, তিনি বলেন, কোনও আইনে লেখা নেই যে মহিলা পুলিশ পুরুষকে গ্রেফতার করতে পারবেন না৷

এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয় রাজ্য সরকারের থেকে৷ ১৯ সেপ্টেম্বরের মধ্যে ঘটনার রিপোর্ট জমা করতে নির্দেশ দেয় আদালত৷ বিজেপির আইনজীবীদের তোলা অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত৷


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube