মনোজ তিওয়ারি জেতার ব্যাপারে সম্পূর্ন আশাবাদী
মনোজ তিওয়ারি পরিচিত নাম। ক্রিকেটার। শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মনোবল চাঙ্গা। জিতছি নিশ্চয়ই।
আমি হাওড়ার ছেলে। বড় হয়েছি হাওড়ার। মানিয়ে নিয়েছি ভোট রাজনীতির সঙ্গে। প্রতিটি ওয়ার্ডে অফিস করবো। সঙ্গে থাকবো মানুষের। হাওড়ার উন্নতির কিসে হয় তা খেয়াল রাখবো। আমি সেলিব্রিটি নয়, ভাই হিসেবে সকলের পাশে থাকতে চাই। সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দিদিকে জেতান। এই হোলো মনোজ তিওয়ারির সার ব্যক্তব্য।
তিনি আরো বলেন, দিদির লড়াই আমাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। লড়াই করে ক্রিকেটে সাফল্য এসেছে, রাজনীতিতেও একই ফর্মূলা প্রয়োগ করছি। জেতার ব্যাপারে তিনি সম্পূর্ন আশাবাদী।
তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাঁরাও কম যান না। বিজেপির প্রার্থী ডা রথীন চক্রবর্তী, যিনি তৃণমূল এর আমলে হাওড়া কর্পোরেশনের মেয়র ছিলেন। অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী হলেন ডা জগন্নাথ ভট্টাচার্য্য।
মনোজ বলছেন, তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের জন্য যা কাজ করেছেন তা মানুষ ভুলবে কি করে? তাই আমি অবশ্যই জিতব।
এর জন্য অবশ্য ২ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।