+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, চিঠি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে

নিজস্ব সংবাদদাতা - November 27, 2020 7:09 pm - রাজ্য

মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, চিঠি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে

অবশেষে জল্পনার অবসান। মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের পাশাপাশি সেচ দফতর সামলাতেন শুভেন্দু অধিকারী। এই দুটি দফতরের মন্ত্রিত্ব থেকে শুক্রবার তিনি ইস্তফা দিলেন। এ ব্যাপারে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়কেও তিনি মেল করে জানিয়েছেন। কিন্তু কী কারণে তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে চিঠিতে কিছু জানাননি তিনি। তবে রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য চিঠিতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী ‘‌জেড’‌ ক্যাটাগেরির যে সরকারি নিরাপত্তা এতদিন পেতেন তা তিনি ছাড়ছেন বলে এদিন সকালে আগে জানা যায়। এর পরই আসে মন্ত্রিত্ব থেকে ইস্তফার খবর। তবে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। বুধবারই এইচআরবিসি–র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী।

এদিকে, স্যানিটাইজেশনের কাজ চলায় নবান্ন বন্ধ। কোনও দফতরই খোলা নেই। তাই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু। পাশাপাশি তা তিনি নবান্ন ও রাজ্যপাল জগদীপ ধনখড়কেও এই পদত্যাগপত্র মেল করেছেন। শুভেন্দুর পদত্যাগের মেলের প্রাপ্তি স্বীকার করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, কাল, শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার আগে এদিন তাৎপর্যপূর্ণভাবে ‘‌জেড’‌ ক্যাটেগরির যে নিরাপত্তা তিনি পেতেন তাও যাতে রাজ্য সরকার প্রত্যাখান করে নেয় তার জন্য রাজ্য সরকার ও পুলিশের কাছে আবেদন জানান শুভেন্দু অধিকারী। তিনি এতদিন যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর পাশাপাশি কনভয়ে টেল কার, পাইলট কার এবং এসকর্ট কার পেতেন তা তিনি প্রত্যাহার করে দেওয়ার দাবি জানিয়েছেন। জানা গিয়েছে, পুলিশ আধিকারিকদের বৈঠকের পরই তাঁর এই আর্জি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube