শুভেন্দুর পর মুকুলের নামেও পোস্টার ‘দাদার অনুগামী’দের
শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর দাদার অনুগামীরা পোস্টার দিলেন মুকুল রায়ের নামে। শিলিগুড়িতে মুকুল রায়ের ছবি-সহ পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু-রাজীবের পর কেন দাদার অনুগামীরা পোস্টার রাজনীতি এবার শুরু করলেন মুকুল রায়ের নামে? প্রশ্ন উঠে পড়েছে একুশের আগে।
কিন্তু মুকুল রায়ের নামে কেন পোস্টার?
শুভেন্দুর পর সপ্তাহখানেক ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ে পোস্টার। এমনকী শুভেন্দু ও রাজীবকে একসঙ্গে রেখেও দাদার অনুগামীরা পোস্টার দেয়। এরই মধ্যে জোর তরজা শুরু হয়েছে, শুভেন্দু-রাজীব না হয় তৃণমূলে বিদ্রোহী হয়েছেন তাই তাঁদের নামে অনুগামীরা পোস্টার দিচ্ছেন, কিন্তু মুকুল রায়ের নামে কেন পোস্টার?
মুকুল রায়ের নামে পোস্টারে লেখা- মুকুল তোমার হাত ধরে, পদ্ম ফুটুক ঘরে ঘরে। পরিবর্তনের পরিবর্তন হোক বাংলায়। আমরা দাদার অনুগামী। অবাক করা এই পোস্টারে ছেয়ে গিয়েছে শিলিগুড়ির বিভিন্ন জায়গায়। শিলিগুড়িতেই এর আগে পোস্টার পড়েছিল শুভেন্দু অধিকারীর নামে। এবার সেখানে মুকুল রায়।
শুভেন্দুর পদ্ম-যাত্রা কি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে
এখন প্রশ্ন, তবে কি বিজেপি সদস্যরাই দাদার অনুগামী সেজে পোস্টার দিচ্ছেন। নাকি দাদার অনুগামী বলতেই আদতে তাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামীই। তাই যদি হয়, শুভেন্দুর পদ্ম-যাত্রা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে বলেই মুকুল রায়ের নামে পোস্টারে বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনার বার্তা দেওয়া হয়েছে।
মুকুল রায়ের সমর্থনে দাদার অনুগামীদের পোস্টার তৃণমূলকে চাপে ফেলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে ঝড় হয়ে অবতীর্ণ হয়েছে দাদার অনুগামীদের এই ক্রিয়াকলাপ। তা যদি ক্রমেই বিজেপির দিকে ঢলে পড়ে, তবে বিপদ আসন্ন।