+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মুকুল রায় ৩৫ জন বিজেপি নেতার একটি লিস্ট তুলে দেন অভিষেকের হাতে।

নিজস্ব সংবাদদাতা - June 13, 2021 12:21 pm - রাজ্য

মুকুল রায় ৩৫ জন বিজেপি নেতার একটি লিস্ট তুলে দেন অভিষেকের হাতে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই খেলা শুরু করে দিলেন মুকুল রায়। এর আগেও যখন তৃণমূলে ছিলেন মুকুল রায় সেইসময় তাঁর হাত ধরে বিরোধী দল থেকে একাধিক নেতা-‌নেত্রী যোগ দেন মমতা ব্যানার্জির দলে। তৃণমূলে ফিরেই দল ভাঙানোর খেলায় নেমে পড়েছেন মুকুল রায়। অভিষেক ব্যানার্জির অফিসে যান মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়। দীর্ঘ সময় ধরে বৈঠক চলে তাঁদের মধ্যে। সেই বৈঠকেই মুকুল রায় ৩৫ জন বিজেপি নেতার একটি লিস্ট তুলে দেন অভিষেকের হাতে। ওই তালিকায় যে ৩৫ জন বিজেপি নেতার নাম রয়েছে তাঁরা তৃণমূলে যোগ দিতে তৈরি বলেই অভিষেককে জানান মুকুল রায়। তবে কোন কোন বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে তৈরি এ বিষয়ে কিছুই বুঝতে পারছেন না রাজ্য বিজেপির নেতারা। দলবদলু নেতারা যেমন তৃণমূলে ফিরতে তৈরি তেমনি বিজেপির জয়ী বিধায়ক থেকে শুরু করে বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারাও তৃণমূলে যোগ দেবেন বলেই জানাচ্ছে তৃণমূলের একটি সূত্র। আর বিজেপির জয়ী বিধায়ক থেকে শুরু করে সাংসদদের কাছেও ইতিমধ্যেই মুকুল রায়ের ফোনও চলে গিয়েছে। তৃণমূল থেকে যে বিজেপির বিধায়কদের মুকুল রায় ফোন করছেন সেবিষয়ে আন্দাজ করা গিয়েছে বলেই জানাচ্ছেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘‌মুকুল রায় ফোন করেছেন আমাদের বিধায়কদের। এবিষয়টা আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। যা ব্যবস্থা নেওয়ার শুভেন্দু অধিকারী করবেন।’‌ প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিজেপির জয়ী বিধায়কদের বেশিরভাগই মুকুল রায় ঘনিষ্ঠ আবার জঙ্গলমহলেও বিজেপির টিকিটে জয়ী বিধায়করা মুকুল অনুগামী হিসাবেই রাজনীতিতে পরিচিত। ফলে এই সমস্ত বিধায়কদের দলবদল করে তৃণমূলে আসা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই জানাচ্ছেন রাজনীতির কারবারিরা।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌বিধায়করা কেউই তো গরু-ছাগল নয়, যে বেঁধে রাখতে হবে। মুকুল রায় এতদিন বিজেপিতে ছিলেন। এখন বিজেপি ছেড়ে দিয়েছেন। কিন্তু পূর্বপরিচিতদের ফোন করছেন সেটাই শুনছি। যাঁরা অরিজনাল বিজেপি, তাঁরা কেউই দল ছাড়ছেন না আর ছাড়বেনও না। আর যাঁরা আয়ারাম-গয়ারাম তাঁদের নিয়ে কিছুই ভাবছি না। ইচ্ছে হলে চলে যেতেই পারে।’‌  এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌মুকুল রায় যেভাবে তৃণমূলে গেল তা দলত্যাগ বিরোধী আইন মেনে হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলায় ৩ মাস বাদে হলেও দলত্যাগ বিরোধী আইনকে প্রতিষ্ঠা করেই ছাড়ব।  প্রসঙ্গত, সাড়ে ৩ বছর আগে বিজেপিতে গিয়েও মুকুল রায় দল ভাঙানোর খেলা চালিয়ে যান। তাঁর হাত ধরেই তৃণমূল থেকে এবং অন্যান্য বিরোধী দল থেকে একাধিক নেতা যোগ দেন বিজেপিতে। তাঁদের মধ্যে অনেকেই ২০১৯ লোকসভা ভোটে জয়ী হন। বিধানসভা ভোটে যদিও দলবদলু নেতারা কেউই সেভাবে জয় পাননি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube